এ কিউ রাসেলঃ
টাঙ্গাইলের গোপালপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধোপাকান্দি ইউনিয়নে তালিকাভূক্ত রাজাকারের ছোট ভাই মো. আবদুর রহিমকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাজাকারের ছোট ভাইয়ের মনোনয়ন বাতিলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টির দাবিতে বৃহস্পতিবার(২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। এ বিষয়ে স্থানীয় সরকার বিষয়ক সংসদীয় বোর্ডের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির নিকট একটি লিখিত অভিযোগও দাখিল করেছে বিক্ষুব্ধরা।
জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী বাছাইয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে ৬ জনের পরিবর্তে ৯ জন লোক দ্বারা জেলার বোর্ড গঠন করে এবং ইউনিয়নের তৃণমূলের সিদ্ধান্ত না নিয়ে বর্ধিত সভা না করে গোপালপুরের ৫নং ধোপাকান্দি ইউনিয়নে ত্যাগী নেতা বাদ দিয়ে জোতগোপাল গ্রামের মৃত রুপা শেখের ছেলে ও চিহ্নিত এবং তালিকাভূক্ত রাজাকার আবদুল কদ্দুসের ছোট ভাই মো. আবদুর রহিমকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়ার জন্য সুপারিশ করেছে প্রার্থী বাছাই কমিটি। এ মনোনয়ন দিতে আবদুর রহিম ৩৩লাখ টাকার লেনদেন করেছেন বলে অভিযোগ ওঠেছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও রাজাকারের ছোট ভাইকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ার সুপারিশের প্রতিবাদে বৃহস্পতিবার(২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. একাব্ব হোসেনের নেতৃত্বে লক্ষিপুর এলাকার লোকজন রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাছেন আলি, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, আওয়ামী যুবলীগ নেতা মো. লিটন মিঞা, আবদুস সোবাহান, বাহাদুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগ আহবায়ক মাসুক আহম্মেদ মৃদুল প্রমুখ।
এসময় বক্তারা ধোপাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের বাদ দিয়ে টাকার বিনিময়ে তালিকাভূক্ত রাজাকারের ছোট ভাই মো. আবদুর রহিমকে দলীয় মনোনয়ন দেয়ার সুপারিশ করার তীব্র নিন্দা জানান এবং তাকে চূড়ান্ত ভাবে মনোনয়ন না দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।
প্রসঙ্গত, উপরোক্ত বিষয়গুলো উল্লেখ করে আওয়ামী লীগ নেতা গোপালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গোপালপুর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এবং ধোপাকান্দি ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. আব্দুল হাই স্থানীয় সরকার বিষয়ক সংসদীয় বোর্ডের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির নিকট গত ২৪ ফেব্রুয়ারি একটি লিখিত অভিযোগ দাখিল করেন।