এ কিউ রাসেল :
টাঙ্গাইলের গোপালপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মানব হত্যার প্রতিবাদে ইমাম মোয়াজ্জেম সমিতি ও কওমী ওলামা পরিষদের যৌথ উদ্যোগে ১০ আগস্ট বুধবার বেলা ১০টায় গোপালপুর থানার সামনে আধ ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে উপস্থিত ছিলেন, গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল জলিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আবদুস সোবাহান তুলা, গোপালপুর শহর আওয়ামী লীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, উপজেলা ইমাম মোয়াজ্জেম সমিতির সভাপতি মাওলানা যোবায়ের হোসেন, সাধারণ সম্পাদক মুফতি ইফদাদুল্লা ফরাজী, কওমী ওলামা পরিষদের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, সহ-সভাপতি নূর মোহাম্মদ, আমানউল্লাহ প্রমুখ।
মানববন্ধনে উপজেলার ৩৫০টি মসজিদের ইমাম ও মোয়াজ্জেম এবং শতাধিক কওমী মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী অংশ গ্রহন করে।