গোপালপুর সংবাদদাতা:
টাঙ্গাইলে গোপালপুর উপজেলায় দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি সামন্য বৃষ্টি হলেই হাঁটু পানিতে পরিণত হয়। দীর্ঘ কয়েক বছর ধরে এ পরিস্থিতির সৃষ্টি হলেও কোন প্রকার ব্যবস্থা নিচ্ছে না স্কুল কতৃপক্ষ, ক্ষোব অভিভাবকদের। খেলার মাঠ হারিয়ে চরম ভোগান্তিতে কোমলমতি ছাত্র-ছাত্রিরা।
চারপাশের তুলনায় স্কুলটি নিচু ভূমিতে হওয়ায় বৃষ্টির পানিতে প্রতি বছরই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতায়। পানি নিষ্কাশনের জন্য নেওয়া হচ্ছে না কোন পদক্ষেপ। মাঠের এই পঁচা দুর্গন্ধময় পানিতে প্রায়ই বাচ্চাদের দেখা যায় দৌঁড়া দৌঁড়ি এবং খেলা করতে। পানিবাহিত বিভিন্ন রোগ-বালাই এবং পোকা-মাকড়ের ভয়ে এখন চিন্তিত হয়ে উঠেছেন সচেতন অভিভাবকরা। ইতিপূর্বে মাঠের উন্নয়নের জন্য অনুদান আসলেও নামে মাত্র মাটি ফেলা হয়েছে, যা কোন কাজেই আসেনি, নাম না প্রকাশের শর্তে এমনটাই জানালেন একজন অভিভাবক।
এ ব্যাপারে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মাঠে জলাবদ্ধতার কারণে বাচ্চারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
এবিষয়ে ম্যানেজিং কমেটির সভাপতি মীর রেজাউল হক জানান, মাঠের সংস্কারের জন্য উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা শিক্ষা অফিসারের সাথে অনেক বার যোগাযোগ করা হয়। তারা মাঠের কাজের জন্য আশ্বাস দিলেও এখন পর্যন্ত তার কোন বাস্তবায়ন হয়নি।