একিউ রাসেলঃ
টাঙ্গাইলের গোপালপুরের সিয়াম ফ্যাশনে শুক্রবার(১১ মার্চ) ভোরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। দোকানের তালা কেটে দোকানের মালামাল ও নগদটাকা হাতিয়ে নিয়েছে চোরদল। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী খন্দকার শাহিন আলম (২৯) জানান, পৌরশহরের সূতী হোসেন শহীদ সোহরাওয়াদী স্কুল মার্কেটের গোপালপুর-ভূঞাপুর সড়কের পাশে অবস্থিত সিয়াম ফ্যাশন। শুক্রবার(১১ মার্চ) ভোরের দিকে একটি লাল রঙের পিকআপ দোকানের সামনে রেখে চোরদল দোকানের তালা কেটে ভিতরে প্রবেশ করে মজুদ রাখা প্রায় ২ লাখ টাকার থান কাপড় ও নগদ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয়। এসময় দোকানে কেউ ছিলনা। তবে দোকানের সামনে পিকআপ দেখে লোকজন বিভিন্ন রকম প্রশ্ন করায় তারা কৌশলে পিকআপ নিয়ে ভূঞাপুরের দিকে পালিয়ে যায়। চোরদল পালিয়ে যাওয়ার পর আশ-পাশের লোকজন দোকানের শাটার খোলা দেখে চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে ফোন করলে তিনি দোকানে আসেন। ঘটনাটি জানা জানি হলে এলাকায় চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।