একিউ রাসেলঃ
টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের সূতি ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবি ছাত্রী নূরে জাহান মিম’র অপহরণকারীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার(১৯ মে) বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের শিক ও শিার্থীরা। মানবন্ধন থেকে অপহরনকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। উল্লেখ্য, গত ১৮ এপ্রিল উপজেলার সুন্দর গ্রামের ফজলুল হকের বখাটে ছেলে শুভমনি সূতি ভিএম পাইলট মডেল হাইস্কুলের দশম শ্রেণির মেধাবি ছাত্রী নূরে জাহান মিমকে অপহরণ করে। পরে ২৫ এপ্রিল মিমের বাবা রাহেদুজ্জামান মুক্তা বখঅটে শুভমনিসহ চারজনকে আসামী করে গোপালপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলা হলেও এখনো কোন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।