গোপালপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুরে মদিনা এয়ারইন্টারন্যাশনাল এভিয়েশন আয়োজিত হজ পূণর্মিলণী ও উদ্বুদ্ধকরণ সভা বুধবার(২৪ ডিসেম্বর) দুপুরে স্থানীয় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা কাজী সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল আওয়াল তরফদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন পৌর নির্বাচনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। বক্তব্য রাখেন, মদিনা এয়ারইন্টারন্যাশনাল এভিয়েশনের স্বত্বাধিকারী আলহাজ্ব মো. সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস সোবহান তুলা, সাবেক কমান্ডার আব্দুল কাদের তালুকদার, গোপালপুর হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব অধ্যাপক হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম নূরী, মাওলানা আব্দুল বাছেদ আরেফী ও এজেন্সী চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, হজ কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম মারুফী।