এ কিউ রাসেলঃ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুরুজকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। শনিবার(৯ এপ্রিল) ভোর রাতে উপজেলার নন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম ইকবাল জানান, গোপালপুরে ইউপি নির্বাচন পরবর্তী সংহিস ঘটনার প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের একটি দল শুক্রবার(৮ এপ্রিল) রাত থেকে শনিবার(৯ এপ্রিল) ভোর পর্যন্ত গোপালপুরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। ভোরে গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ সাইফুল ইসলামের নন্দনপুরের বাসায় অভিযান চালায়। এ সময় তিনি বাসা থেকে পালিয়ে যাওয়া চেষ্টা করেন। পরে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) ওসি গোলাম মাহফীজুর রহমান জানান, গোপালপুর থেকে গ্রেপ্তার করে তাকে টাঙ্গাইল ডিবি অফিসে আনা হয়। এ নেতার কাছে আরো অস্ত্র মজুদ রয়েছে এমন খবরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে জেল-হাজতে পাঠানো হয়েছে।