এ কিউ রাসেলঃ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ডিকেআইবি ৮ম জাতীয় বেতন স্কেলে ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি)’র কেন্দ্রীয় কমিটির মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে বুধবার(১০ ফেব্রুয়ারি) সকালে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারক লিপি প্রদান করেছে।
এ সময় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি)’র গোপালপুর উপজেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আজিম উদ্দিন, সহ-সভাপতি মো. ইদ্রিস হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, হামিদুল হক, প্রচার প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক মো. আবু কায়সার রাসেলসহ উপজেলায় কর্মরত সকল উপ-সহকারি কৃষি অফিসাররা উপস্থিত ছিলেন।