ভ্রাম্যমান প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে দেশের দ্বিতীয় বৃহৎ গোবিন্দাসী গরুর হাট সর্বোচ্চ দরদাতাকে না দিয়ে ৫ লাখ টাকা ঘুষ নিয়ে কম দরদাতাকে ইজারা দেয়ার অভিযোগ উঠেছে ইউএনও’র বিরুদ্ধে। হাট ইজারার অনিয়মের অভিযোগ এনে সাবেক হাট মালিক লিটন মন্ডল গত ১৬ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, একান্ত সচিবসহ ৮জনকে বিবাদী করে টাঙ্গাইল যুগ্ম জজ আদালতে মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণীতে জানা যায়, দেশের দ্বিতীয় বৃহৎ উপজেলার গোবিন্দাসী গরু হাট প্রতি বছর বিপুল অঙ্কের টাকা নিয়ে সরকার ইজারা দেয়। গত বছর লিটন মন্ডল সরকার ৩ কোটি ৫৬ লক্ষাধিক টাকায় গরু হাটের ইজারাদার নির্বাচিত হন। কিন্তু হাট নেয়ার পর বিএনপির লাগাতার হরতাল-অবরোধের কারণে গরুর হাটে ক্রেতা-বিক্রেতা না আসার কারণে এক কোটির উর্ধ্বে লোকসানে পড়তে হয়। এ বছর পুনরায় হাট ইজারার জন্য দরপত্র আহ্বান করা হলেও লোকসানের আশংঙ্কায় কেউ হাট ইজারা নিতে দরপত্রে অংশগ্রহণ করেনি। সর্বোচ্চ দরদাতা না পাওয়ায় সরকারের পক্ষে উপজেলা প্রশাসন প্রায় দুই মাস গরু হাট পরিচালনা ও খাজনা আদায় করেন। সরকার যে কয় বার হাটের টোল আদায় করেছে তার গড়মূল্যের উপর ১৬% বর্ধিত হারে হাটটি ইজারা নিতে দরখাস্ত জমা দেন লিটন মন্ডল। অন্যদিকে ১০% হারে মামলার ৭নং বিবাদী খন্দকার মোস্তফা কামাল দরখাস্ত জমা দেন। পরে অনিয়মের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা কামালকে হাট ইজারা দেয়। ফলে লিটন মন্ডল পূর্বে হাটে লোকসান হওয়া ও হাট ইজারা প্রদানে অনিয়মের অভিযোগ তুলে গত ১৬ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, একান্ত সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, সিনিয়র সহকারি সচিব লুৎফুন নাহার, টাঙ্গাইল জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলালুজ্জামান সরকার, হাট ইজারা পাওয়া খন্দকার মোস্তফা কামাল ও উপজেলা পরিষদ চেয়ারম্যানকে বিবাদী করে টাঙ্গাইলের বিজ্ঞ যুগ্ম জজ আদালতে মামলা দায়ের করেন।
গোবিন্দাসী গরু হাটের সাবেক ইজারাদার লিটন মন্ডল জানান, হাট ইজারার গড় মূল্যের উপর ১৬% বর্ধিত হারে দরখাস্ত করেছিলাম, কিন্তু পাইনি। অথচ খন্দকার মোস্তফা কামাল ১০% হারে জমা দিয়ে অনিয়মের মাধ্যমে পেয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফাকে গরু হাট পাইয়ে দিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।
গরু হাট ইজারার অনিয়মের বিষয়টি অস্বীকার করে ভুঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলালুজ্জামান সরকার জানান, মোস্তফা কামাল হয়তো আগে দরখাস্ত জমা দিয়েছেন তাই তারা হাট ইজারা পেয়েছেন। এটা মন্ত্রণালয়ের ব্যাপার। আমরা বাস্তবায়ন করেছি মাত্র।