বুলবুল মল্লিকঃ টাঙ্গাইলের সন্তোষস্থ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আবু বকর সিদ্দিকের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত পাঁচ সদস্যের উচ্চতর কমিটির রিপোর্টে এমএসসিতে গ্রেড প্রমাণিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ১৮৪তম সভায় তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে করণীয় ঠিক করতে ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিনকে আহ্বায়ক করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
জানাগেছে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আবু বকর সিদ্দিকের নানা অনিয়মের ফিরিস্তি তুলে ধরে ২০১৪ সালে একটি ‘শ্বেতপত্র’ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানসহ সংশ্লিষ্ট দপ্তর ও শিক্ষাসচিব, শিক্ষা মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কাছে পাঠায় তাঁরই বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা। তবে আবু বকর সিদ্দিক তাঁর বিরুদ্ধে উত্থাপিত কোনো অভিযোগই সত্য নয় বলে বরাবরই দাবি করছিলেন। তদন্ত রিপোর্টে জার্মানির যে বিশ্ববিদ্যালয় থেকে তিনি(আবু বকর সিদ্দিক) এমএসসি করেছেন সেই বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করা অন্যদের প্রশংসাপত্র ও আবু বকর সিদ্দিকের প্রশংসাপত্রের স্বাক্ষর এক নয়, তা প্রমাণিত হয়েছে। স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে প্রশংসাপত্র তৈরি করা হয়ে থাকতে পারে বলে রিপোর্টে উল্লেখ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে গত বছরের ৫ জুন রিজেন্ট বোর্ডের এক সভায় সহযোগী অধ্যাপক আবু বকর সিদ্দিকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একেএম সাইদুল হক চৌধুরী। কমিটির সদস্যরা হলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. শরিফ ইনামুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এসএম ইমামুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুনির উদ্দিন ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বিশ্ববিদ্যালয়) জিকরুর রেজা খানম। কমিটির সবাই রিজেন্ট বোর্ডের সদস্য। তাঁরা সম্প্রতি তদন্তকাজ শেষ করে প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদন পেয়ে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ১৮৪তম সভায় এজেন্ডা নির্ধারণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৩ এপ্রিল প্রভাষক পদে যোগ দেন আবু বকর সিদ্দিক। বিএসসি (অনার্স) ও এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির যেকোনো একটিতে প্রথম শ্রেণি থাকার শর্ত থাকলেও তিনি সে শর্ত পূরণে জালিয়াতির আশ্রয় নেন। বিএসসি (অনার্স) ও এমএসসির কোনোটিতে তাঁর প্রথম শ্রেণি নেই। তিনি জার্মানির একটি বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেছেন। সেখানে তাঁর ফলে দেখা যায় এভারেজ (গ্রেড-৩)। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট একাডেমিক প্রধানের স্বাক্ষর জাল করে নিজেই প্রশংসাপত্র তৈরি করে জমা দেন।
পিএইচডি ডিগ্রির জন্য আবু বকর সিদ্দিক ২০০৮-২০০৯ শিক্ষা সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও প্রযুক্তি বিভাগে ভর্তি হন। ডিগ্রি শেষ করতে ২০১১ সালের ২ মে থেকে ২০১২ সালের ১ মে পর্যন্ত তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ছুটি নেন। অথচ তিনি ডিগ্রি শেষ না করেই ২০১১ সালের ২১ নভেম্বর ছুটি বাতিল করেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ছুটির ৮ নম্বর ধারায় উল্লেখ রয়েছে, ডিগ্রি অর্জন করতে না পারলে ছুটিকালীন বেতনের সমুদয় অর্থ সুদসহ ফেরত দিতে হবে। কিন্তু আবু বকর সিদ্দিক ছুটিকালীন বেতন ফেরত দেননি। বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী কেউ শিক্ষা ছুটি নিলে তিনি ছুটি চলাকালীন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কোনো কাজ করতে পারবেন না। কিন্তু তিনি ছুটি চলাকালীন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের হায়ার এডুকেশন অ্যান্ড অ্যানহেন্সডমেন্ট প্রজেক্টের অন্তর্ভুক্ত এমএসসি কোর্সের প্রকল্প ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষার পরিদর্শকের দায়িত্বও পালন করেন তিনি। সহযোগী অধ্যাপক হওয়ার ক্ষেত্রেও তিনি অনিয়মের আশ্রয় নেন বলে অভিযোগ রয়েছে। সহযোগী অধ্যাপক হওয়ার ক্ষেত্রে তিন সদস্যের বিভাগীয় প্ল্যানিং কমিটির সুপারিশ লাগে। তাঁর ক্ষেত্রে দুই সদস্যের প্ল্যানিং কমিটির সুপারিশ দেয়া হয়, যার মধ্যে তিনি নিজেই একজন।
এ বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ১৮৪তম সভায় সহযোগী অধ্যাপক আবু বকর সিদ্দিকের বিষয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করা হয়। সেখানে তিনি এমএসসি’র ক্ষেত্রে তাঁর দাবিকৃত গ্রেড প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী করণীয় ঠিক করতে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিনকে আহ্বায়ক এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমীর হোসেন ও শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিবকে সদস্য করা হয়েছে। এ কমিটির রিপোর্ট পাওয়ার পর তাঁর (আবু বকর সিদ্দিক) বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ভিসি।