ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামে মো. মিনহাজ উদ্দিনের মাদক ব্যবসা অপ্রতিরোধ্য হয়ে ওঠেছে।
জানাগেছে, দীর্ঘদিন ধরে ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান তালুকদারের ছেলে মো. মিনহাজ উদ্দিন (৩৮) ঘাটাইল থানার ৭টি ও ভূঞাপুর থানার ১টি সহ ৮টি মাদক নিরোধ আইনের মামলার আসামী। আদালত থেকে জামিন পেয়ে মিনহাজ প্রশাসনকে মাসোহারা দিয়ে আবারও অবৈধ হেরোইন ও ইয়াবা ব্যবসা চালাচ্ছে। একই গ্রামের নুরু ভূইয়ার ছেলে স্বপন ভূইয়া (৩৪), নস্কর ভূইয়ার ছেলে মো. বাবু ভূইয়া(২৮), মিনহাজের ছোট ভাই মো. সুবাশ তালুকদার(৩৪)সহ কয়েক জন মিনহাজের মাদক ব্যবসা প্রসারে সহযোগিতা করে থাকে। আন্তঃজেলা মাদক ব্যবসায়ী হিসেবে হেরোইন ও ইয়াবা বিক্রি করে তিনি টাকার পাহাড় গড়েছেন। মাদক ব্যবসায়ী মিনহাজকে আইন শৃঙ্খলা বাহিনী একাধিকবার গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলেও একটি প্রভাবশালী মহলের ক্ষমতার দাপটে জামিনে বেড়িয়ে আসেন। তার অবৈধ মাদকের ছোবলে ধংস হচ্ছে যুব সমাজ, এলাকায় চুরিসহ নানা অপরাধের ঘটনা ঘটছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মিনহাজকে মাদক ব্যবসার বন্ধ করতে সামাজিকভাবে চাপ দেয়ায় মিনহাজ তাদের নামে টাঙ্গাইলের আদালতে ১০৭ ধারার পৃথক ৩টি মিথ্যা মামলা দায়ের করে। তার অবৈধ মাদক ব্যবসা স্বাধীনভাবে চালিয়ে যাওয়ার লক্ষে এ মামলা করা হয় বলে এলাকাবাসী অভিযোগ করে। টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুরসহ কয়েকটি জেলায় তার মাদক ব্যবসার ট্রানজিট রয়েছে বলে জানায় স্থানীয়রা।
টাঙ্গাইল পুলিশ সুপারসহ কয়েক কর্মকর্তা বরাবরে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মিনহাজের মাদক ব্যবসা বন্ধের লক্ষ্যে লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিকার হয়নি।
মাদক ব্যবসায়ী মিনহাজ উদ্দিন বলেন, আপনার কোন কথা থাকলে বলুন, আমি প্রশাসনের সকল জায়গায় টাকা দিয়ে থাকি, তাই আপনিও টাকা নিন সংবাদ প্রকাশের দরকার নেই।
ঘাটাইল থানা পুলিশ সূত্র জানায়, মিনহাজের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, ভ্রাম্যমান আদালত মো. মিনহাজ উদ্দিন তালুকদারকে ২ বার ৬মাস করে ও তার ছোট ভাই মো. সুবাশ তালুকদারকে ১ বার ৬ মাস করে কারাদন্ড দিয়েছে। আপিল করে জামিনে মুক্ত হয়ে তিনি মাদক ব্যবসা চালাচ্ছেন।