গণবিপ্লব রিপোর্টঃ টাঙ্গাইলের ঘাটাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামুসহ আওয়ামী লীগের ৬৪ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক শহীদুজ্জামান খান ওরফে ভিপি শহীদ টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আমলী আদালতে এ মামলা দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অঞ্জন কান্তি দাস ঘাটাইল থানার অফিসার ইনচার্জকে (ওসি) ২৪ ঘণ্টার মধ্যে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন।
মামলায় বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর ছাড়াও মামলায় জাতীয় শোক দিবস উপলক্ষে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভায় হামলা ও আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। মামলায় অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন আরিফ হোসেন, শহিদুল ইসলাম খান হেস্টিংস, খলিলুর রহমান তালুকদার, সুলতান মাহমুদ সুজন, কামরুজ্জামান জুয়েল, আব্দুল্লাহ আল মামুন, বিদ্যুৎ সরকার, বিপ্লব সরকার, কবির হোসেন, কফিলুর রহমান ভুটান, জুলফিকার, মুনছুর আলী, কবির কাজী, মান্নান ভূঁইয়া, জাহাঙ্গীর হোসেন খান, আয়নাল হোসেন, মশিউর রহমান আরজু, মিজানুর রহমান সিজান, রওনক খান, সুমন খান বাবু, ছানা, সোহেল সিদ্দিকী, কাইয়ুম খান, শিবলী, হারুন, জুলহাস প্রমুখ।
মামলায় পাঁচ জনকে সাক্ষী করা হয়েছে। তারা হচ্ছেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহিম মিয়া, দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন খান, লোকেরপাড়া ইউনিয়ন শাখার সভাপতি আকরাম হোসেন খান ও ঘাটাইল ইউনিয়ন শাখার সভাপতি হায়দার আলী।
মামলার বিবরণে প্রকাশ, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু জাতীয় শোক দিবস পালনের জন্য গত ১০ আগস্ট(সোমবার) বিকালে ঘাটাইল ট্রাক মালিক সমিতির কার্যালয়ে প্রস্তুতি সভা আহ্বান করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামুর নেতৃত্বে আসামিরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা আহ্বায়ক লেবুকে অশালীন ভাষায় গালিগালাজ করে শোক দিবস পালন করতে দেওয়া হবে না বলে হুমকি দেন। এ সময় চেয়ার, টেবিল, আলমারি, দেয়ালে টাঙানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে ভাঙচুর করেন।
অভিযুক্তদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামুর নামে একাধিক মামলা রয়েছে। তিনি সেসব মামলায় একাধিক সময় কারাগারে ছিলেন। সম্প্রতি বন মামলায় তার এক বছরের কারাদন্ড হয়েছে। বর্তমানে আপিল আদালতের মাধ্যমে জামিনে মুক্ত আছেন তিনি।
মামলার অভিযুক্তরা টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আমানুর রহমান খান রানার সমর্থক। জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমদ হত্যা মামলায় তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোখলেছুর রহমান জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী শহীদুজ্জামান খানের দায়ের করা মামলাটি বুধবার সকালে এফআইআর হিসেবে গ্রহন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান মামলা দায়ের করেছেন এটা তিনি শুনেছেন। তবে এ সংক্রান্ত কোন কাগজপত্র থানায় আসেনি।
উল্লেখ্য, এর আগে গত ৯ আগস্ট ঘাটাইল উপজেলা পরিষদ ভাঙচুরের অভিযোগে উপজেলা আ’লীগের আহবায়ক মো. শহিদুল ইসলাম লেবু (৫১), যুগ্ম-আহবায়ক মো. শহিদুজ্জামান খান শহীদ(৪৭), সন্ধানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম(৫০), জিবিজি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মো. আবু সাইদ রুবেল(২৭) সহ ৩৭ জনের নামে আদালতে মামলা দায়ের করেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু। টাঙ্গাইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঘাটাইল আমলী আদালতে দ্রুত বিচার আইন, ২০০০ (সংশোধিত) ২০০৪ এর ৪/৫ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলায় অভিযুক্তরা সবাই উপজেলা আ’লীগের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম লেবুর সমর্থক।