ঘাটাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছে উপজেলা বিএনপি। গত শনিবার(২৩ এপ্রিল) উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় ৮ চেয়ারম্যান প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার(২১ এপ্রিল) প্রতিটি ইউনিয়নের প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হয় এবং ইউনিয়ন বিএনপির নেতাদের মতামত গ্রহন করা হয়। এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আখম রেজাউল করিম বলেন, প্রথমে মনোনয়ন বোর্ড গঠন করে প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন বিতরন করা হয়। ৮ ইউনিয়নে প্রার্থী হতে মোট ২০ জন প্রার্থী দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন। পরে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহনের মাধ্যমে ইউনিয়ন কমিটির মতামতের ভিত্তিতে সাবেক প্রতিমন্ত্রী ও উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান আজাদের নেতৃত্বে মনোনয়ন বোর্ড ৮ ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থীর নাম চূড়ান্ত করেন। ৮ ইউনিয়নে তৃণমূল পর্যায়ের মতামতের ভিত্তিতে বিএনপির মনোনীত প্রার্থীরা হচ্ছেনÑ দেউলাবাড়ি ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান, ঘাটাইল ইউনিয়নে বিআরডবি’র সাবেক চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, জামুরিয়া ইউনিয়নে এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক ইখলাক হোসেন খান (শামীম খান), লোকেরপাড়া ইউনিয়নে সোলায়মান কবীর, আনেহলা ইউনিয়নে রর্তমান চেয়ারম্যান শফিউর রহমান মুক্তা, দিঘলকান্দি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম, দিগড় ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুনছূর আলী, দেওপাড়া ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি আ. ছালাম।
উল্লেখ্য, স্থানীয় উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি গ্রহন করলেও ৮টি ইউনিয়ন বাদে ধলাপাড়া, রসুলপুর ও সন্ধানপুর এই তিনটি ইউনিয়নের নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। ইউনিয়ন বিভক্তিকরন এবং মামলা সংক্রান্ত জটিলতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।