ঘাটাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন ইটভাটায় অবৈধ কাঠ পোড়ানো, লাইসেন্স বিহীন ইটভাটা পরিচালনা, পরিবেশর অধিদপ্তরের প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে মঙ্গলবার(২৬ জানুয়ারি) বিকালে ২ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছে যৌথ অভিযানে অংশ নেয়া ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আছমা আরা বেগম এবং উপজেলা সহকারী কমিনার (ভূমি) প্রভাংশু সোম মহান।
ভ্রাম্যমান আদালত এ সময় ঘাটাইলে অবস্থিত আরএসএম ব্রিক ফিল্ডকে এক লাখ টাকা, এসকেবি ব্রিক ফিল্ডকে ৪০ হাজার টাকা, লিটন ব্রিক ফিল্ডকে ৩০ হাজার টাকা, এসবি ব্রিক ফিল্ডকে ৩০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছমা আরা বেগম জানান, ঘাটাইল উপজেলায় বেশিরভাগ ইটভাটায় কোন প্রকার লাইসেন্স নেই ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনা করা হচ্ছে। যারা কাগজপত্র ছাড়া ইটভাটা পরিচালনা করছেন তাদের সকলের বিরুদ্ধে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।