ঘাটাইল সংবাদদাতাঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ চত্বরে রোববার(২৮ ফেব্রুয়ারি) উপজেলা বাপসা’র উদ্যোগে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ইউপি সচিবরা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) ঘাটাইল শাখার সভাপতি মহি উদ্দিন জানান, উপজেলার ১১টি ইউনিয়নের সচিবরা তাদের সকল দাপ্তরিক কাজ বন্ধ রেখে কর্মসূচিতে অংশ গ্রহন করে।
প্রকাশ, ইউপি সচিবদের দশম গ্রেডে বেতন প্রদান,সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন ও পারিবারিক পেনশন সুবিধা প্রদানের দাবিতে তারা এ আন্দোলন করছে।