ঘাটাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন অডিটরিয়ামের সামনে রোববার(১৪ ফেব্রুয়ারি) প্রথম বারের মতো শিশুদের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপি পিঠা উৎসব অনুষ্ঠানে কান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, বীরখাগিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁনতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা পিঠা উৎসবে অংশগ্রহন করে।
উৎসবে তেলের পিঠা, পাটিসাপটা, নারিকেল পিঠা, মিঠা পিঠা, ভাপা পিঠা, খেজুর পিঠা, সেমাই পিঠা সহ ৪১ রকমের পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আছমা আরা বেগমের সভাপতিত্বে বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু।
উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাচন অফিসারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদলয় থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।