ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানার সমর্থনকারী শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ঘাটাইল থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে এমপি আমানুর রহমান খান রানা সমর্থিত পৌর কাউন্সিলর মুনছুর আলীতে পুলিশ গ্রেপ্তার করেছে।
ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু সমর্থিত কর্মী শফিকুল ইসলাম (৩৮), মজিবর রহমান (৫৫), দেওয়ান নিজাম (৪০) শুক্রবার(৫ ফেব্রুয়ারি) রাতে ঘাটাইল থানায় দায়েরকৃত মামলা ৩টিতে বাড়িঘর ভাংচুর, বেআইনী জনতাবদ্ধে অনাধিকার প্রবেশ, চুরি, ক্ষতিসাধন, হুমকি ও হুকুম দানের অভিযোগ আনা হয়েছে।
শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করায় এমপি রানা সমর্থিতরা গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়েছে। গ্রেপ্তার এড়াতে তারা উপজেলায় বিভিন্ন আত্মীয়য়দের বাড়িতে আত্মগোপণে রয়েছে। কেউ কেউ উপজেলা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) কামাল হোসেন জানান, এমপি রানার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়াকে কেন্দ্র করে আ’লীগ নেতা শহিদুল ইসলাম লেবু সমর্থিত নেতাকর্মীদের বাড়িঘর ভাংচুর করা হয়। এরই পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করেছেন লেবু সমর্থক তিন কর্মী। মামলার অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
অপরদিকে, ৩নং জামুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান (এমপি রানা সমর্থিত) শহিদুল ইসলাম খান হেস্টিংস বাড়ি ভাংচুরের অভিযোগে শহিদুল ইসলাম লেবু সমর্থিত ২২জন নেতাকর্মীর নামে ঘাটাইল থানায় শুক্রবার(৫ ফেব্রুয়ারি) সকালে অভিযোগ দায়ের করে। অভিযোগটি এফআইআর হিসেবে গন্য না করায় শহিদুল ইসলাম খান হেস্টিংস-এর নেতৃত্বে শতাধিক মহিলা শুক্রবার দুপুরে থানা ঘেরাও করলে মামলাটি এফআইআর হিসেবে গ্রহন করা হয়।
উল্লেখ্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়াকে কেন্দ্র করে ঘাটাইলে এমপি সমর্থিত ও লেবু সমর্থিতদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।