ভ্রাম্যমান প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি বাজারে শনিবার সন্ধ্যায় আওয়ামীলীগের মিছিল থেকে এমপি সমর্থিত আ’লীগ নেতার দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। বাধা দিতে গিয়ে দোকানের মালিক ও অপর দুই আ’লীগ কর্মী আহত হয়েছেন। আহতদেরকে মুমুর্ষূ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর নেতৃত্বে শনিবার সন্ধ্যায় সাগরদীঘি বাজারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সাগরদীঘি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে স্থানীয় আ’লীগ দলীয় সাংসদ আমানুর রহমান খান রানার সম্পর্কে আপত্তিকর স্লোগান দেয়া হয়। পরে সাগরদীঘি বাজারে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় আ’লীগ নেতা ফজল মাষ্টারের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, জিবিজি কলেজের সাবেক ভিপি শহিদুল ইসলাম, আ’লীগ নেতা আ. বাছেদ প্রমুখ। সভায় ঘাটাইলে সাংসদ আমানুর রহমান খান রানার সকল পোস্টার-ব্যানার-ফেস্টুন অপসারণের ঘোষণা দেয়া হয়। শেষে নেতাকর্মীরা সাগরদীঘি বাজারে এমপি আমানুর রহমান খান রানার পোস্টার ছিঁড়ে ফেলতে থাকে। এ সময় সাংসদের সমর্থক ও রসুলপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাইদ এসকেন্দার পিকেটারদের পোস্টার ছিঁড়তে নিষেধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে নেতাকর্মীরা স্লোগান দিয়ে সাইদ এসকেন্দারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। বাধা দিতে গেলে তারা সাইদ এসকেন্দার(৫০), ইসমাইল হোসেন(৩০) ও ইয়াছিন মিয়া(২৫)কে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। উল্লেখিত তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে।
ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু জানান, টাঙ্গাইলের কুখ্যাত খান পরিবারের সদস্য সাংসদ আমানুর রহমান খান রানার পক্ষ নিয়ে কথা বলায় দলের তরুণ নেতাকর্মীরা সাইদ এসকেন্দারকে সামান্য মারপিট করেছে, এটা তেমন কিছু না বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, ঘাটাইল উপজেলা আ’লীগে দীর্ঘদিন যাবত সাংসদ আমানুর রহমান খান রানা ও উপজেলা আ’লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু গ্রুপের মধ্যে বিরোধ চলছে।