ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে শনিবার(৫ ডিসেম্বর) বিকালে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার কাঠবাউলা গ্রামের নজরুল ইসলামের ছেলে হাফিজুর রহমান (১৯), ঘাটাইলের সাগরদিঘী ইউনিয়নের জালালপুর গ্রামের জলিল মেকারের ছেলে সোহেল (২৫) ও একই গ্রামের মোতালেব মিয়ার ছেলে উজ্জল মিয়া(২৩)। রোববার(৬ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের জেল-হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও ধর্ষিতা কিশোরী জানায়, ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ওই কিশোরী ঘাটাইল কলেজ মোড় থেকে নানার বাড়ি যাওয়ার উদ্দেশে রওনা দিলে কলেজ মোড়ে সাগরদিঘী বাসের হেলপার মো. হাফিজুরের সাথে পরিচয় হয়। তিনি কিশোরীকে তার নানার বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে সাগরদিঘীর কাইলার মা নামে পরিচিত জনৈক মহিলার কাছে নিয়ে যায়। ওই মহিলা কৌশলে কিশোরীকে ৮ যুবকের কাছে পাশের সখীপুর উপজেলার সীমান্তে পাঠিয়ে দেয়। এরপর ওই দিনই সেখান থেকে নিয়ে এসে সাগরদিঘী বাজারে অবস্থিত স্থানীয় হেলাল মেম্বারের ছেলে মজনু মিয়ার বাসায় কিশোরীকে আটকে রেখে ৪ দিন পালাক্রমে ধর্ষণ করে। শনিবার(৫ ডিসেম্বর) বিকালে ওই কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে ঘটনা জানতে পেরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিন ধর্ষককে আটক করে।
রোববার(৬ ডিসেম্বর) সকালে ওই কিশোরী বাদি হয়ে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলার অন্য অভিযুক্তরা হচ্ছেন, সাঘরদিঘী এলাকার মৃত হেলাল মেম্বারের ছেলে মজনু মিয়া(২৬), আব্দুর রহমান মাস্টারের ছেলে সবুজ মিয়া (২৫), সোহরাব হোসেনের ছেলে মো. উজ্জল হোসেন(২৪), আ. কাদেরের ছেলে শাহজাহান(২৬) ও মৃত শরিফুল সুরুজের স্ত্রী কাইলার মা(৪৫)।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, ধর্ষিতা কিশোরী বাদি হয়ে ৮ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করেছে। তিন ধর্ষককে গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।