ঘাটাইল প্রতিনিধিঃ
যৌতুকের দেড় ভরি স্বর্ণ না দেয়ায় সংখ্যালঘূ সম্প্রদায়ের গৃহবধূঁ শিমু রাণীর গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী জগাই চন্দ্র দাস(২৫)। গত ৪ নভেম্বর(বুধবার) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের চরপাড়া গ্রামে। এ ঘটনায় নিহতের পিতা সুবর্ণ চন্দ্র বর্মণ বাদী হয়ে ৭ জনকে অভিযুক্ত করে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলার বিবরনে প্রকাশ, গত দুই বছর আগে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গাবের গ্রামের (জেলেপাড়া) সুবর্ণ চন্দ্র বর্মণের মেয়ে শিমু রাণীর হিন্দুরীতি অনুযায়ী ঘাটাইলের অতুল চন্দ্র দাসের ছেলে জগাই চন্দ্র দাসের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী জগাই চন্দ্র দাস যৌতুকের জন্য স্ত্রী শিমু রাণীকে নানাভাবে নির্যাতন করছিল।
নিহতের পিতা সুবর্ণ চন্দ্র বর্মণ জানান, বিয়ের সময় এক লাখ টাকা যৌতুক দেয়া হয়। দেড় ভরি স্বর্ণ দেয়ার জন্য সময় নেন তিনি। আর এ যৌতুকের জন্য মাঝে মধ্যেই তার মেয়ে শিমুকে অমানুষিক নির্যাতন করত। গত ২৯ অক্টোবর রাতে যৌতুকের দেড় ভরি স্বর্ণ ও টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে পাষান্ড জগাই চন্দ্র দাস তার স্ত্রী শিমুর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুমুর্ষূ অবস্থায় প্রথমে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৪ নভেম্বর(বুধবার) সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়ে শিমু রাণী।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা স্বাকীর করে বলেন, নিহত শিমু রাণীর লাশ ঢাকা মেডিকেল থেকে এনে তার শ্বশুর বাড়িতে দাহ করার জন্য নিয়ে যায়। পরে তার আত্মীয়-স্বজন দাহ করতে না দিয়ে লাশ থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য পুণরায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। নিহতের পিতা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা পলাতক রয়েছে, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।