ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ঘাটাইলে যৌতুকের কারণে মর্জিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। বুধবার ২৪ আগস্ট ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কামারচালা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ তার স্বামী সাইফুল ইসলামকে (৩৫) আটক করেছে। এ ব্যাপারে নিহত গৃহবধূর ভাই বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের আমুয়াবাইদ গ্রামের নুর হোসেনের মেয়ে মর্জিনা আক্তার (৩০)। ১২/১৩ বছর পূর্বে কামালরচালা গ্রামের সাইফুল ইসলাম (৩৫) এর সঙ্গে মর্জিনার বিয়ে হয়। তাদের সংসারে শান্তা (৯) নামে এক কন্যা ও মুহিত (৩) নামে এক ছেলে আছে। সম্প্রতি সাইফুল স্ত্রী মজির্নাকে বাবার বাড়ি থেকে একলক্ষ টাকা যৌতুক আনার জন্য চাপ দেয়। এ নিয়ে ২৪ আগষ্ট বুধবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় স্ত্রী মজির্না বাড়িতে রান্নার কাজ করছিলেন। ঝগড়ার এক পর্যায়ে সাইফুল তার স্ত্রী মর্জিনাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে এবং বেধড়ক মারপিট করে। এ সময় গৃহবধূ মর্জিনা মাটিতে লুটিয়ে পরে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ও লাশ ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার ২৫ আগস্ট সকালে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, এ ব্যাপারে গৃহবধূর ভাই মুন্নাফ বাদী হয়ে চার জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কাজ চলছে। গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে।