ঘাটাইল ১ মার্চ: ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে রোববার (১ মার্চ) জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলার সকল বীমা’র প্রতিনিধিগন এতে অংশগ্রহন করেন।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান (ভিপি শহীদ), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ, ঘাটাইল সরকারি জিবিজি কলেজের সাবেক ভিপি আবু সাইদ রুবেল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ঘাটাইল বেস্ট লাইভ ইন্সুরেন্সে লিমেটেডের ডিভিশনাল কো-অর্ডিনেটর মো. শিবলু মিয়া, ব্রাঞ্জ কো অর্ডিনেটর আব্দুল মান্নান, প্রগতি লাইফ ইন্সুরেন্সের শাখা ব্যবস্থাপক, জীবন বীমা কর্পোরেশনের শাখা ব্যবস্থাপক, পপুলার লাইফ ইন্সুরেন্সের শাখার, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের শাখা ব্যবস্থাপক আমিনুর রহমান, ফারিস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের শাখা ব্যবস্থাপক, মেঘলা লাইফ ইন্সুরেন্সের শাখা ব্যবস্থাপকগণ।
অনুষ্ঠান পরিচালনা করেন ঘাটাইল সমাজসেবা অফিসার মো. আসাদুল ইসলাম।