ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে বিপুল পরিমান জাল দলিল, খতিয়ান, পর্চা, জমি ক্রয়-বিক্রয়ের অন্যান্য নথি ও ম্যাজিস্ট্রেট, ভূমি অফিস, সরকারি বিভিন্ন কর্মকর্তার নকল সিল ও কম্পিউটার সহ দুইজনকে আটক করেছে র্যাব-১২। রোববার(৩১ জানুয়ারি) ভোরে ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের হাতিমারা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, ওই গ্রামের মৃত আইনউদ্দিনের ছেলে আকবর হোসেন (৪৫) ও মো. আব্দুর বারেকের ছেলে মো. রিপন মিয়া (১৬)।
টাঙ্গাইল র্যাব-১২’র ক্রাইম প্রিভেনশন কোম্পানীর(সিপিসি-৩) কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভূমি অফিস সংশ্লিষ্ট কর্মকর্তা পরিচয় দিয়ে তহসিল অফিস ও ভূমি অফিসের সমস্ত কাজ তাদের নিজ বাড়িতে করে আসছিল। তারা জাল দলিল, নাম জারি খতিয়ান, জমাবা খতিয়ান, পর্চা সহ জমির অন্যান্য কাগজপত্র তৈরি করে তাতে ম্যাজিস্ট্রেটের ভুয়া স্বাক্ষর ও নকল সিল দিয়ে সাধারণ মানুষের হয়রানি করে আসছিল। গোপন সংবাদের ভিক্তিতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল দলিল, নাম জাড়ি খতিয়ান, জমাবা খতিয়ান সহ অন্যান্য খতিয়ানের খালি ফরম, জমির উপর আদালতের আদেশ কপি, উপজেলা ভূমি কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, কানুনগো সহ বিভিন্ন কর্মকর্তার ভূয়া সিল উদ্ধার করা হয়। ভূমি সংশ্লিষ্ট এই কাজগুলোয় প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে দেয়ার নিয়ম থাকলেও, আটককৃতরা নিজ বাড়িতে বসে এই কাজগুলো করে ফৌজদারি আইনের অপরাধ করেছে।