স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের ঘাটাইলে নব-নির্বাচিত পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহিদ দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পৌর ভবনে আনুষ্ঠানিকভাবে সাবেক মেয়র মো.মঞ্জুরুল হক নবনির্বাচিত মেয়রকে দায়িত্বভার বুঝিয়ে দেন।
মো. মঞ্জুরুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও বিআরডিবির চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু।
দায়িত্বগ্রহন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- সাবেক মেয়র আলহাজ্ব হাসান আলী, সাবেক মেয়র আঃ রশিদ মিয়া, অধ্যক্ষ আবুল মনসুর আহমেদ, অধীর চন্দ্র সাহা, অধ্যাপক মতিয়ুর রহমান খান, সাবেক কমান্ডার হাবিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ সহ নবনির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণ।