ঘাটাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের ঘাটাইলে এক প্রতিবন্ধি কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার(১২ জানুয়ারি) ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা শেষে টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতে জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) কামাল হোসেন জানান, উপজেলার সাইটশৈলা গ্রামের ১৬ বছরের প্রতিবন্ধি কিশোরী সোমবার(১১ জানুয়ারি) দুপুরে নিজ বাড়িতে রান্না করছিল। এ সময় পাশের বাড়ির শাহজাদা খান(৬০) তাকে জলপাই দেয়ার কথা বলে নিজ বাড়িতে ডেকে নেয়। শাহজাদা খান কিশোরীকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। কিশোরীটি বাড়িতে এসে তার মাকে ঘটনা জানায়। এলাকার লোক ঘটনাটি জানার আগেই ধর্ষক পালিয়ে যায়।
মঙ্গলবার(১২ জানুয়ারি) কিশোরীর মা বাদি হয়ে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরীক্ষা শেষে টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতে জবানবন্দি লিপিবদ্ধ করা হয়। পরে তাকে তার মায়ের কাছে দেয়া হয়।