ঘাটাইল ২৭ ফেব্রুয়ারি : টাঙ্গাইলের ঘাটাইলে বিআরডিবির কেন্দ্রীয় সমবায় সমিতি লি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিআরডিবি কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিআরডিবির চেয়ারম্যান মো. রুহুল আমীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু।
স্বাগত বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন অফিসার শারমিন আক্তার।
বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, টাঙ্গাইল বিআরডিবির উপ-পরিচালক একে এম জাকেরুল ইসলাম, ঘাটাইল সরকারি জিবিজি কলেজের (ভারপ্রাপ্ত) মো. মতিউর রহমান মিঞা, ঘাটাইল জনতা ব্যাংকের ম্যানাজার শামছুল হুদা চৌধুরী, বিআরডিবির ভাইস-চেয়ারম্যান মোমরেজ আলী, সমবায় সদস্য মো.ওয়াজেদ আলী প্রমূখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ২০১৯-২০ অর্থ বছরের কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ২০১৮-১৯ অর্থ বছরের আয়-ব্যয় পাঠ ও অনুমোদন, ২০১৮-১৯ অর্থ বছরের অডিট প্রতিবেদন পাঠ ও অনুমোদন করা হয়। ২০২০- ২০২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটও পেশ করা হয়।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরুষ্কার প্রদান করা হয়।