ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান শামীম খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার(১৬ এপ্রিল) দুপুরে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। তিনি ঘাটাইল উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক ও উপজেলার জামুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
জানাগেছে, গত বুধবার(১৩ এপ্রিল) বেলা ১১ টার দিকে ঘাটাইল উপজেলা পরিষদের সামনে ইখলাক হোসেন খান শামীমের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে আহত করে। এ হামলার প্রতিবাদে শনিবার(১৬ এপ্রিল) উপজেলা সদরে ওই ইউনিয়নের মহিলাসহ কয়েক হাজার জনতা ঝাড়ু মিছিল করে। মিছিলটি উপজেলার বীর ঘাটাইল থেকে শুরু করে থানা মোড় হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকারীরা শামীমের উপর সন্ত্রাসী হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। পরে মিছিলটি বিএনপি নেতা শামীম খানের বাড়িতে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তার কর্মীসমর্থকরা বক্তব্য রাখেন।