ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নে ভূমি দস্যু সংঘবদ্ধ চক্রের জালিয়াতির ফাঁদে পরে এলাকার ভূমিহীন পরিবারগুলো বারবার হয়রানির শিকার হয়ে আতঙ্কে দিনাতিপাত করছে বলে অভিযোগ পাওয়া গেছে। নেপথ্যে উপজেলা ভূমি অফিসের কতিপয় কর্মচারীর ভূমিকায় এলাকায় বাড়ছে কলহ, মামলা-মোকদ্দমায় জড়িয়ে অনেকে নিঃস্ব হচ্ছে।
স্থানীয়রা জানায়, এলাকার মোনায়েম খান, আনোয়ার খান, জুব্বার খান, সাহেব খান, বারেক খান, আসাদ ও দুলাল খান স্থানীয় পর্যায়ে প্রভাবশালী এবং ধনী পরিবার। তারা দাঙ্গাবাজ ও ভূমিদস্যু হিসেবে এলাকায় পরিচতি। তাদের নিজস্ব অনেক জমিজমা থাকা সত্বেও অন্যের জমি জবর দখল করা তাদের বৈশিষ্ট্যে পরিনত হয়েছে। অতীতে তদের বিরুদ্ধে আদালতে জবর দখলের একাধিক মামলাও রয়েছে।
অনুুসন্ধানে জানা যায়, সন্ধানপুর ইউনিয়নে কড়ালিয়া গ্রামের হতদরিদ্র ভূমিহীন গোলাপ খান বিগত ২০০৮ সালে এগার কাহনিয়া মৌজায় ১৩৯৪ ও ৮৮২ দাগে সরকার কর্তৃক এক একর জমি বন্দোবস্ত পান। একই মৌজায় সত্তুরবাড়ি গ্রামের আইয়ুব খান ও নায়েব খান দু’জনে ১৩৯৪-১৩৯৬ দাগে দেড় একর জমি বন্দোবস্ত পেয়ে জমা খারিজ করলেও ভূমি অফিসের তালবাহানায় ৮ বছরেও সে জমি বুঝে পায়নি। একইভাবে কামারচালা গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধি আলাল হোসেন ১৩৮৯ দাগে ৪১ শতাংশ জমি বিগত ২০০৬ সালে বন্দোবস্ত পেয়ে বারবার পরিমাপ চেয়ে আবেদন করলেও অদৃশ্য ইশারায় আজও তা কার্যকর হয়নি। এভাবে এগার কাহনিয়া মৌজায় গত ১০ বছরে ভূমিহীন পরিবারের মধ্যে যেসব খাস জমি পুনর্বাসনের জন্য বন্দোবস্ত দেয়া হয়েছে মোনায়েম গংরা তার সিংহভাগ জমি উপজেলা ভূমি অফিসের কতিপয় কর্মচারীর সহযোগিতায় জবর দখল করে রেখেছেন।
এ বিষয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, এলাকার মাতাব্বরদের সমন্বয়ে তদন্ত সাপেক্ষে ভূমিহীনদের বন্দোবস্ত জমি ফিরিয়ে দিতে বিগত ২০১১ সালে সালিশের মাধ্যমে লিখিত আদেশ দিলেও মোনায়েম গংরা সে আদেশ অমান্য করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার আছমা আরা বেগম সরেজমিনে ভূমি অফিসের সার্ভেয়ার হযরত আলীকে বন্দোবস্ত জমি বুঝিয়ে দেয়ার লিখিত আদেশ(নং-৭৪১/১(২)) দিলেও মোনায়েম গংদের পাতানো ফাঁদে গত ৭ মাসেও তা কার্যকর হয়নি। উল্টো ভূমিদস্যুরা মিথ্যা অজুহাতে ভূমিহীনদের বন্দোবস্ত বাতিল চেয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দাখিল করেছেন।
ভূমিহীনদের জমি জবর দখলের বিষয়ে মোনায়েম খান ও আনোয়ার খান বলেন, অফিসে অনেক টাকা ও সময় খরচ করেছি। বন্দোবস্ত পেলেই জমি পাওয়া যায় না। প্রয়োজনে আরো টাকা খরচ করব।
এ বিষয়ে সন্ধানপুর ইউনিয়নের সদস্য আব্দুল মান্নান বলেন, অভিযোগের প্রেক্ষিতে এলাকায় শান্তি স্থাপনের জন্য ওই জমি নিয়ে অনেকবার দরবার-সালিশ করেছি। কোন পক্ষ যদি গ্রাম্য সালিশ না মানে তাহলে আমরা আর কি করতে পারি?
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রভাংশু সোম মহান বলেন, ভূমিহীনদের বন্দোবস্ত জমি কেউ জবর দখল করে থাকলে তা হবে অন্যায়। মনে করতে হবে সে আইনের বাইরে কাজ করছে। নেপথ্যে অফিসের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।