ঘাটাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মাস ব্যাপি মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার(২৭ জানুয়ারি) সকালে স্কুল কলেজের ও সুশীল সমাজের লোকজনদের নিয়ে একটি সাইকেল র্যালি অনুুষ্ঠিত হয়েছে।
সাইকেল র্যালিটি উপজেলা চত্বর থেকে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। ডিসাইড মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আছমা আরা বেগম। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মণি, বাংলাদেশ মানবাধিকার কমিশনের টাঙ্গাইল জেলা সভানেত্রী নাছরিন জাহান (বিউটি), ঘাটাইল থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা মন্ডল, জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মো. মামুন, টাঙ্গাইল ডিসাইড মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক লায়ন ইঞ্জিনিয়ার হাসান উদ্দিন লিটন, জিবিজি কলেজের সাবেক ভিপি শহিদুজ্জামান খান প্রমুখ।
আলোচনা সভায় টাঙ্গাইল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হাশেম সভাপতিত্ব করেন।