ঘাটাইল ১ মার্চ : বিরাহিমপুর গ্রামে ৯ বছর আগে আজাহের এবং নার্গিছ বেওয়া মারা গেছেন দুই বছর হল। মারা গেলেও তাদের নামে নিয়মিত তোলা হচ্ছে বয়স্কভাতার টাকা। মৃত ব্যক্তির নামে টাকা উঠছে, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ২ নং ঘাটাইল ইউনিয়নের বয়স্কভাতার তালিকা এমন কথাই বলছে। শুধু আজাহের এবং নার্গিস নয়, তাদের মতো এ তালিকায় নাম রয়েছে আরও ২৬ জনের। মৃতদের পরিবারের দাবি ভাতার টাকার বিষয়ে তারা কিছুই জানেন না। তাদের নামে সরকারের বরাদ্দকৃত এ টাকা কে নেয়? এমন প্রশ্ন আজাহেরের ছেলে কোরআনের হাফেজ মনির হোসেনের।
মনির হোসেন গণবিপ্লবকে বলেন, বাবা মারা যাওয়ার পর ভাতার কার্ড কে নিয়ে গেছে কোথায় আছে আমরা কিছুই জানিনা। তবে জানতে ইচ্ছে করছে বাবার নামে আসা এ টাকা ব্যাংক থেকে তোলেন কে!
নার্গিছ বেওয়ার বোন খোদেজা গণবিপ্লবকে বলেন, খলিল মেম্বার আইয়া কার্ড নিয়া গেছে, তারপর আর কিছুই জানিনা।
ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার খলিল গণবিপ্লবকে বলেন, আজাহের মারা গেছেন আমি মেম্বার হওয়ার আগেই, ওই কার্ডের বিষয়ে কিছু জানিনা। তবে নার্গিছ বেওয়ার কার্ড আমার কাছে আছে। মনির এবং খোদেজার মতো সবাই জানতে চায় মৃত ব্যক্তির নামে বরাদ্দকৃত টাকায় ভারি হচ্ছে কার পকেট।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ মাসের ১৮ ফেরুয়ারি ওই ইউনিয়নের ভাতাপ্রাপ্তদের চুড়ান্ত তালিকায় সাক্ষর করেন। এতে মোট বয়স্ক ভাতাভোগির সংখ্যা ৬৩৩ জন। ব্যাংক বুধবার (২৬ ফেরুয়াারি) থেকে এ ভাতার টাকা দেওয়া শুরু করেছে। ভাতাভোগিদের তালিকা ধরে ওই ইউনিয়নের ২০ টি গ্রামে অনুসন্ধানে বেড়িয়ে আসে ভাতা প্রদানে নানা অসংগতির তথ্য। মৃত ব্যক্তির নামে ভাতা উত্তোলন, একই পরিবারে স্বামী- স্ত্রী দু’জনেই আছেন, বয়স হয়নি তবুও মিলেছে ভাতা কার্ড।
শাহপুর গ্রামের আমিনা মারা গেছেন পাঁচ বছর আগে। তার ছেলে জুলহাস গণবিপ্লবকে বলেন, মা যে বয়স্ক ভাতা পেতেন তাই তো জানিনা।
ঘাটাইল ইউনিয়নে দীর্ঘদিন কারিগরি প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা নাসরিন সুলতানা গণবিপ্লবকে বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানরা মৃত্যু সনদ প্রদানের মধ্যে দিয়ে তাদের হাত হয়েই ভাতাপ্রাপ্ত মৃত ব্যক্তির কার্ড আমাদের হাতে আসে। প্রতিস্থাপনের তালিকাও ওনারা দিয়ে থাকেন।
উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জিএম গণবিপ্লবকে বলেন, বয়স্কভাতা যাচাই বাছাই কার্যক্রমে ঘাটাইল ইউনিয়নের উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি আমি। কিন্তু এ কাজে চেয়ারম্যান হায়দার আলী আমাকে সাথে রাখেন না। ভাতাভোগি কেউ মারা গেলে সেই কার্ড চেয়ারম্যান নিয়ে নেন এবং সেই টাকা সে নিজেই ভোগ করেন।
ঘাটাইল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হায়দার আলী গণবিপ্লবকে বলেন, মৃত ব্যক্তিদের নামে বয়স্কভাতার টাকা উঠানো হয় আমার জানা নাই এবং এ বিষয়টা আমার নলেজে নাই। আপনি ওই লোকদের একটা তালিকা নিয়ে আমার কাছে আইসেন।
অগ্রণী ব্যাংক ঘাটাইল শাখার ম্যানেজার মো.শামছুল হক গণবিপ্লবকে বলেন, যারা স্বশরীরে ভাতা বই নিয়ে উপস্থিত হয় আমরা তাদের ভাতা দিয়ে থাকি। অন্যথায় কেউ জীবিত আছে কিন্তু অসুস্থ, সেক্ষেত্রে চেয়ারম্যান প্রত্যয়ন দিলে আমরা সেই লোকের টাকা দিয়ে দেই।
উপজেলা সমাজবেসা কর্মকর্তা আসাদুল ইসলাম গণবিপ্লবকে বলেন, যতক্ষণ না চেয়ারম্যান আমাদের মৃত ব্যক্তির তথ্য ও বই ফেরত দেন, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারিনা। মৃত্যু সনদ দেন চেয়ারম্যান। আর ভাতা উত্তোলনের ক্ষেত্রে ভাতাপ্রাপ্তদের সনাক্ত করেন সংশ্লিষ্ট ব্যাংক। প্রতিটি ইউনিয়নে সব ধরনের ভাতার সভাপতি থাকেন ওই ইউনিয়নের চেয়ারম্যান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার গণবিপ্লবকে বলেন, যদি এমন কিছু হয়ে থাকে তবে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।