ঘাটাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের ঘাটাইলে বাবা-মায়ের পারিবারিক কলহ মেটাতে না পেরে প্রতিবাদে সাথী (১৬) নামে এক মেয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার(১৫ এপ্রিল) ঘাটাইল উপজেলার গৌরীশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মেয়েটির বাবা সেলিম আহম্মেদ(৫০) কে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর গ্রামের সেলিম আহম্মেদ পর পর ৭টি বিয়ে করে। বর্তমানে তার ঘরে আছিয়া ও সুফিয়া নামে দুই স্ত্রী রয়েছে। দুই স্ত্রী থাকায় তাদের সংসারে কলহ লেগেই থাকত। আছিয়ার ঘরে রয়েছে তিন মেয়ে এক ছেলে। গত বুধবার(১৩ এপ্রিল) স্ত্রী আছিয়াকে সেলিম মারধর করে এবং বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। স্ত্রী আছিয়াকে তাড়িয়ে দিতে শুক্রবার(১৫ এপ্রিল) সকালে সেলিম সালিশী বৈঠকের আয়োজন করে। মাকে নিয়ে এমন সালিশী বৈঠকের আয়োজনে তার মেয়ে সাথী প্রতিবাদ করে। প্রতিবাদ করার কারণে সেলিম তার স্ত্রী আছিয়া ও মেয়ে সাথীকে মারধর করতে উদ্যত হয়। এ সময় মেয়ে সাথী দৌঁড়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়। পরে সেখানেই সাথী গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সাথীর মা আছিয়া জানান, সাথী আমাকে নির্যাতন করার প্রতিবাদ করতে গিয়েই গলায় ফাঁস দিয়ে মরেছে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. কামাল হোসেন জানান, সাথীর লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাথীর বাবা সেলিমকে আটক করা হয়েছে।