ভ্রাম্যমান প্রতিনিধিঃ
ষষ্ঠ ধাপে অনুষ্ঠেয় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নে দলীয় মনোনয়ন পেতে দৌঁড়ঝাপ শুরু করেছেন প্রার্থীরা। ইউনিয়নে বিভিন্ন দলের একাধিক নেতাকর্মী দলীয় মনোনয়ন পেতে মাঠে নেমেছে। এর বাইরে লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত আব্দুল গণি তালুকদারের পুত্র বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. হায়দার আলী তালুকদার কোন দলের প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গণসংযোগ চালাচ্ছেন।
তিনি আসন্ন ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকায় কর্মীসমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন।
বর্তমান চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. হায়দার আলী তালুকদার জানান, আমি চেয়ারম্যান হিসেবে এলাকায় সরকারের উন্নয়ন মূলক কাজ, ন্যায়-নীতির ভিত্তিতে গ্রাম আদালতসহ সেবামূলক কাজে দায়িত্ব পালন করেছি। তাই এলাকার সর্বজন আসন্ন নির্বাচনে আমাকে আবারো চেয়ারম্যান নির্বাচিত করবেন বলে বিশ্বাস করি। আমি জনগণের খেদমত করেছি এবং আগামী দিনগুলোতেও করতে চাই।
প্রকাশ, তিনি লোকেরপাড়া ইউনিয়ন আওয়ামালীগের ১৯৭২ হতে ১৯৯০ সাল পর্যন্ত সাধারণ সম্পাদক ছিলেন। পরে একই ইউনিয়নের বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বর্তমানে টাঙ্গাইল জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন।