ঘাটাইল প্রতিনিধিঃ ঘাটাইল উপজেলার ঘাটাইল পশ্চিম পাড়া তাহফিজুল কোরআন এবতেদায়ী মাদ্রাসার দেড়শতাধিক গরীব মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজেন্স প্রোগ্রাম ফর হিউম্যান ডেভেলপমেন্টের(সিপিএইচডি) অর্থায়নে সংগঠনের সিইও সামি আমীর ফয়সলের ২১তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার(১৩ আগস্ট) ওই উপকরণ বিতরণ করা হয়।
সিপিএইচডি টাঙ্গাইল জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঘাটাইল পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ মাজহারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাকের পার্টির সহ-সভাপতি মো. লুৎফর রহমান, সাবেক কাউন্সিলর মো. মেছের আলী, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ কারি মো. সোহেল আলম, সহকারি শিক্ষক কারি মোহাম্মদ জাকির হোসেন, হাফেজ কারি মোহাম্মদ আনোয়ার হোসেন, সাপ্তাহিক লোকধারা পত্রিকার ঘাটাইল উপজেলা সংবাদদাতা মো. আতিকুর রহমান লতিফ, মো. হাকিম মিয়া প্রমুখ। অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন, সিপিএইচডি’র নিবেদিত কর্মীরা।