মো. খায়রুল ইসলামঃ
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার শাহপুর উত্তরপাড়ার গ্রামে একটি প্রভাবশালী পরিবার সরকারি রাস্তা দখল করে পাকা বাড়ি-ঘর নির্মাণ করছে। চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণ শুরু করায় এলাকাবাসী ক্ষুব্ধ হলেও প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা।
জানা যায়, ওই পরিবারের আনোয়ার হোসেন ও তার স্ত্রী লাভলী বেগম সহ অধিকাংশ লোক সরকারি চাকুরিজীবী হওয়ায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে সরকারি রাস্তা দখল করে পাকা বাড়ি নির্মাণ করেছে। কেউ তাদের অবৈধ কাজের প্রতিবাদ করতে গেলে তাদের নামে চাঁদাবাজি সহ নানা অপরাধের মিথ্যা অভিযোগে মনগড়া ঘটনা সাজিয়ে মামলায় ফাঁসিয়ে দেন বলে এলাকাবাসী জানায়।
সম্প্রতি ওই বাড়ি উচ্ছেদের জন্য এলাকাবাসী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি(নং-৮২৫২, তাং-২১/০৯/২০১৫ইং) প্রদান করে।
অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রভাংশু মহান ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণাধীন অবকাঠামো স্থিতাবস্তা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু ওই নির্দেশ অমান্য করে বাড়ির নির্মাণ কাজ বিরতিহীনভাবে চলানো হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা বার বার নিষেধ করলেও গোয়ার্তুমি করে বাড়ি নির্মাণ কাজ চালানো হচ্ছে।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা সহকারী কমিশার (ভূমি) প্রভাংশু মহান বলেন, বর্তমানে বিষয়টি জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আমাকে নির্দেশ দেওয়া মাত্রই আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করব।