ঘাটাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ণ ভাবনা সম্পর্কে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করণের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও কক্ষে আছমা আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু। এ সময় ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সিনিয়র জেলা তথ্য অফিসার কাজী গোলাম আহাদ সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ণ ভাবনা সম্পর্কে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করণের নানা দিক তুলে ধরেন। পরে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিংয়ে মিলিত হন। প্রেসব্রিফিংয়ে ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নূরুজ্জামান মিয়া, দৈনিক মানবজমিনের ঘাটাইল প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক ভোরের কাগজের ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদল, দৈনিক যায়যায়দিন ও এইবেলা২৪.কম-এর ঘাটাইল সংবাদদাতা উত্তম আর্য্য, দৈনিক ভোরের পাতার ঘাটাইল প্রতিনিধি আনোয়ার হোসেন বকুল, দৈনিক সকালের খবরের ঘাটাইল প্রতিনিধি মাসুম মিয়া, সাপ্তাহিক পূর্বাকাশ প্রতিনিধি বিষ্ণুপ্রিয় দ্বীপ সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।