
“প্রতিটি শিশুর জন্য একটি সুন্দর ভবিষ্যত” এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে সর্বজনীন শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (২১ নভেম্বর) বিকালে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে সিডিপি প্রাঙ্গণে সিডিপির ম্যানেজার ফ্রান্সেস শ্যামল বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক লুৎফর রহমান,সহকারি শিক্ষক বৈশাখী ধাম, শিশু পরিষদের সভাপতিসহ চৈথট্ট গণ উচ্চ বিদ্যালয়, গুডনেইবারস হাই স্কুল, পোড়াবাড়ী পাবলিক ফাজিল মাদ্রাসার প্রায় শতাধিক ছাত্র/ছাত্রীরা অংশগ্রহণ করেন।
বিশ্বে সমগ্র শিশুদের একত্রিকরণ,শিশুদের সমস্যা সমাধানের জন্য সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের উন্নততর কল্যাণের জন্য দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন বক্তরা। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।