ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক আনোয়ার হোসেন বকুলের চাচা মৌলভী মো. গোল হোসেন তালুকদার বুধবার(২৩ ডিসেম্বর) রাতে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লহি………..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৮ বছর। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত মো. গোল হোসেন তালুকদারকে বুধবার(২৩ ডিসেম্বর) দুপুরে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ লোকেরপাড়া ঈদগাঁ মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে লোকেরপাড়া কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।
জানাজা নামাজে লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. হায়দার আলী তালুকদার, কবি সাইফুল ইসলাম, সাংবাদিক আ. রশিদ তালুকদার, বিএনপি নেতা শাহ আলম চৌধুরী, অ্যাডভোকেট বেলায়েত হোসেন খান কাপাশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।…….টাঙ্গাইল প্রতিনিধি।