ঘাটাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল উপজেলার মোঘলপাড়া নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় আজমত(৩৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি মোঘলপাড়া গ্রামে মৃত ওসমান গণির ছেলে এবং ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক পশ্চিম বিভাগে কনস্টেবল(নং-১১১৪৮) হিসেবে কর্মরত ছিলেন। কনস্টেবল নিহত হওয়ার প্রতিবাদে রোববার(২৯ নভেম্বর) সকালে এলাকাবাসী টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক একঘণ্টা অবরোধ করে রাখে। পরে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আছমা আরা বেগম দুর্ঘটনা স্থলে গিয়ে মহাসড়কের ওইস্থানে গতিরোধক(স্পীড ব্রেকার) নির্মাণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
পুলিশ ও নিহতের আত্মীয় নজরুল ইসলাম জানান, মোঘলপাড়া গ্রামের মৃত ওছমান গণির ছেলে আজমত (৩৮) ছুটিতে বাড়িতে আসে। শনিবার(২৮ নভেম্বর) বিকাল ৫ টার দিকে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় টাঙ্গাইলগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। সড়কে পড়ে তিনি মাথায় প্রচন্ড আঘাত পান। মুমুর্ষূ অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৯টার দিকে তিনি মারা যান। নিহত পুলিশ সদস্যের স্বর্ণা (১৬) ও অমিত (৮) নামে দুটি সন্তান রয়েছে। তাঁর মৃত্যু সংবাদ গ্রামে ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ এলাকাবাসী দীর্ঘ এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ ব্যাপারে নিহতের বড় ভাই আবু সাইদ বাদী হয়ে ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মোটরসাইকেল চালক সাব্বির হোসেনকে মোটরসাইকেল সহ আটক করেছে।
ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মো. কামাল হোসেন জানান, মোটর সাইকেল চালক মো. সাব্বির হোসেনকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।