ঘাটাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের রতনবরিষ গ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে সোমবার (২৮ ডিসেম্বর) বিকালে মহিলা সমাবেশ ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. মালেক হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আসমা আরা বেগম, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক জনাব মো. শহিদুল ইসলাম লেবু, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, উপজেলা ভূমি অফিসার প্রদানসু সুম মহান, মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা, তথ্য কমিশনার পিএস-২ মো. আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন, সাবেক চেয়ারম্যান মো. আবুল হোসেন, শিক্ষক মো. লুৎফর রহমান প্রমুখ।
ওই অনুষ্ঠানে ৩ শতাধিক হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শীতবস্ত্র সহ এই গ্রামে দরিদ্রদের মাঝে কিছু দিনের মধ্যেই দরিদ্র ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা সহ সকল ধরনের ভাতা দেয়ার ব্যবস্থা গ্রহন করা হবে।