ঘাটাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে বৃহস্পতিবার(২৬ নভেম্বর) বিকালে চার মাদকসেবীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ড প্রাপ্তরা হচ্ছেন, ঘাটাইল উপজেলার ছনখোলা গ্রামের গফুর মিয়ার ছেলে ফজলু মিয়া (২৭), চান্দশী গ্রামের গনি মিয়ার ছেলে তুহিন মিয়া (২৫), শিমলা গ্রামের সুমন মিয়া (২৮) এবং সাধুটি গ্রামের ওসমান আলীর ছেলে মো. জুয়েল (৩০)।
ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আছমা আরা বেগম জানান, ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের ২ নং গেটের সামনে ঝড়কা নামকস্থান থেকে ৪ মাদকসেবীকে জনতা আটক করে। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকতা আছমা আরা বেগম ঘটনা স্থলে যান। সেখানে জনতার উপস্থিতিতে চার মাদকসেবী মাদক সেবনের দায় স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছমা আরা বেগম তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।