ঘাটাইল ৭ মার্চ : টাঙ্গাইলের ঘাটাইলে ৭ মার্চ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ) সকাল ১০টায় স্থানীয় অডিটরিয়ামে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
ঘাটাইল উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবু, পৌরমেয়র শহীদুজ্জামান খান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারি রবিন দত্ত, বিআরডিবির চেয়ারম্যান মো: রুহুল আমিন, পরিসংখ্যান অফিসার কামরুজ্জামান প্রমুখ।
এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট সদস্য, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং জনসাধারণ উপস্থিত ছিলেন।