ঘাটাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার দুই কাউন্সিলর প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনকে কেন্দ্র করে পৃথক স্থানে সোমবার(৪ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন, ঘাটাইল পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মনছুর আলী ও ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ কবীর আহম্মেদ। আহতাবস্থায় তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তারা দুজনই বিতর্কিত সাংসদ আমানুর রহমান খান রানার অনুসারী।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আ’লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর অনুসারী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ঘাটাইল কলেজ মোড়ে সোমবার(৪ জানুয়ারি) দিনব্যাপি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসান (মারুফ)। অপরদিকে, স্থানীয় সাংসদ আমানুর রহমান খান রানার(বর্তমানে আতœগোপণে) সমর্থকরা এমপির বাসায় পৃথকভাবে কেক কেটে অনুষ্ঠান করে। পরে তারা অনুষ্ঠানের ছবি ফেববুকে স্ট্যাটাস দেয়। এতে লেবুর সমর্থক ছাত্রলীগ নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়। এ ঘটনার জের ধরে ঘাটাইল পৌরসভার জনতা সিনেমা হলের সামনে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ কবীর আহমেদ পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। অপরদিকে, কাজী রোডে হামলার শিকার হন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মনছুর আহমেদ।
এ ব্যাপারে উপজেলা আ’লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু অভিযোগ করেন, ছাত্রলীগের কর্মীরা মিছিল নিয়ে আসার সময় পৌরসভার আমতলাতে সাংসদ রানার লোকজন তাদের বাধা দেয়। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী পালন না করে ফেসবুকে মিথ্যা স্ট্যাটাস দেয়ায় ছাত্রলীগের কর্মীরা বিক্ষুদ্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. কামাল হোসেন জানান, দুই কাউন্সিলর আহত হওয়ার ঘটনা তিনি শুনেছেন। তবে এ নিয়ে কোন পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।