ঘাটাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের মধ্যে শনিবার(২৩ জুলাই) প্রতীক বরাদ্দ করা হয়েছে। টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা ও ঘাটাইল পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধে প্রতীক বরাদ্দ দেন।
শনিবার (২৩জুলাই) সকাল থেকে আনন্দঘন পরিবেশে দলীয় সমর্থিতদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়ে গিয়ে প্রার্থীরা তাদের স্ব স্ব প্রতীক সংগ্রহ করে। এবার পৌরসভায় ২ জন মেয়র প্রার্থী, ৮ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ২৪ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটানিং অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আওয়ামীলীগ থেকে দলীয় প্রতীক পেয়েছেন, উপজেলা আওয়ামীলীগের যগ্ম-আহ্বায়ক শহিদুজ্জামান খান ভিপি শহিদ, বিএনপি থেকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা। এ সময় তিনি জানান, আগামী ৭ আগস্ট ঘাটাইল পৌর সভার মোট ১৯ হাজার ৭০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে ঘিরে ঘাটাইল পৌর এলাকায় জমে উঠেছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা। শুরু করেছে নির্বাচনী পথসভা ও মতবিনিময়।
প্রকাশ, আগামী ৭ আগস্ট ঘাটাইলসহ সারাদেশে মেয়াদ উত্তীর্ণ মোট ৮ টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।