ঘাটাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা নির্বাচনের ভোটগ্রহন রোববার(৭ আগস্ট)। সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। পৌরসভার চতুর্থ নির্বাচনে মেয়র পদে তিন জন, সাধারণ কাউন্সিলর ২৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদে প্রতিদ্বন্দ্বি তিন প্রার্থী হচ্ছেন, আওয়ামী লীগের শহিদুজ্জামান খান, বিএনপি’র ফারুক হোসেন ধলা ও রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগের অপর গ্রুপ (স্থানীয় সাংসদ আমানুর রহমান রানা গ্রুপ) থেকে রফিকুল ইসলাম মনোপত্র জমা দিলেও বাছাইয়ে তিনি বাদ পড়ে যান। পরে আপীল করেও তিনি হেরে যান। ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পাড় হয়ে যাওয়ায় নির্বাচন এখন আওয়ামী লীগ বনাম বিএনপি কেন্দ্রিক হয়ে পড়েছে।
ভোটারদের সঙ্গে কথা বলে জানাগেছে, পৌরসভা নির্বাচন নিয়ে দুই প্রার্থীর হিসাব-নিকাশ এবার একটু ভিন্ন রকম। ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর এ পৌরসভায় ৩বার নির্বাচন হয়েছে। প্রথমবার বিএনপি প্রত্যাখান করায় আওয়ামী লীগ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। পরবর্তী দুটি নির্বাচনে বিএনপি প্রার্থীরা বিজয়ী হন। এ পৌরসভায় সরাসরি ভোটে আওয়ামী লীগের কোন প্রার্থী বিজয়ী হতে পারেননি। সেদিক থেকে তারা এবার বিজয়ী হতে মরিয়া। অপরদিকে বিএনপি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে দিনরাত মাঠে থাকছেন। কেমন প্রার্থীকে ভোট দেবেন জানতে চাইলে একাধিক ভোটার বলেন, ঘাটাইল যে একটি পৌরসভা সেটাই তো ভাবতে পারি না। আবাসিক এলাকাগুলোতে প্রশস্ত রাস্তা নেই। রিকশা নিয়ে কোথাও যাওয়া যায় না। সবগুলো আবাসিক এলাকায় তীব্র জলাবদ্ধতা। রাস্তা-ঘাটে রাতের বেলা চলা যায় না। যত্রতত্র মাদক সমস্যা। সবাই এসব সমস্যা সমাধানের কথা বলে ভোট চান। কিন্তু কোনো ফল পাওয়া যায় না।
ঘাটাইল বাজারের কড়ই তলায় তীব্র জানজট নিয়ে কথা বলেন কয়েক ভোটার। তারা ক্ষোভের সাথে বলেন, রিকশার জন্য ফুটপাতটা একটু ঢালু করলে এবং অবৈধ দোকানগুলো সরিয়ে দিলে এই সমস্যার সমাধান সম্ভব। অথচ কোনো মেয়র এটা দেখছেন না।
টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম জানান, পৌরসভার ৩টি ওয়ার্ডের ৯ কেন্দ্রে ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যা যায প্রয়োজন সব ব্যবস্থাই নিয়েছে রিটানিং কর্মকর্তা। পৌরসভায় মোট ১৯ হাজার ৮৫৩ জন ভোটারের মধ্যে মহিলা ১০ হাজার ১৭৭ এবং পুরুষ ৯ হাজার ৬৭৬ জন।