কামরুল হাসানঃ
আমি কালিহাতী উপ-নির্বাচনে এসেছি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, এমপি হওয়ার জন্য নয়; যাতে সাধারণ ভোটাররা যাকে খুশি তাকে ভোট দিতে পারে। কালিহাতীতেই ভোট চুরির আখেরী কবর রচিত হবে। বিএনপিকে উদ্দেশ করে বঙ্গবীর বলেন, ঘোমটা দিয়ে নাচ হয় না। জামায়াতকে বগলদাবা করে ঘোমটার আড়ালে থেকে কোন আন্দোলনই সফল হবেনা। শুক্রবার(১৫ জানুয়ারি) বিকালে কালিহাতী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সংলগ্ন মিল মাঠে পৌর কৃষক শ্রমিক জনতালীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে ইঞ্জিনিয়ার খলিলুর রহমান সভাপতি ও সাইদুর রহমান টিক্কাকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি ঘোষণা করা হয়।
যুদ্ধাহত বীর মুত্তিযোদ্ধা দানেছ আলীর সভাপত্বিতে ও উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি হাসমত আলী নেতার পরিচালনায় অন্যান্যের বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি এএইচএম আব্দুল হাই, সহ-সভাপতি আবুল হোসাইন মল্লিক প্রমুখ।