গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ী বালুঘাটে আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার(১৭ জুন) সন্ধ্যায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। তাদের মধ্যে ফিরোজ আহাম্মেদ(২৩) নামে একজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহত বাবু(২৪) ও রুবেল(২৫) নিজস্ব তত্ত্বাবধানে চিকিৎসা নিয়ে বর্তমানে আত্মগোপনে রয়েছেন।
স্থানীয়রা জানায়, চারাবাড়ী বালুঘাটে আধিপত্য নিয়ে কাতুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুমন দেওয়ান ও একই এলাকার প্রভাবশালী আজাদ দেওয়ান দু’জন মিলে নিয়ন্ত্রণ করতো। ভাগবাটোয়ারা নিয়ে সম্প্রতি দু’জনের মধ্যে বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জের ধারে শুক্রবার(১৭ জুন) সন্ধ্যায় ওই বালুঘাটের একক দখল নিতে সুমন দেওয়ানের পক্ষে টাঙ্গাইল শহরের সন্তোষের দেলু মিয়ার ছেলে চিহ্নিত সন্ত্রাসী রুবেলের(২৫) নেতৃত্বে লাউজানা গ্রামের ফিরোজ আহাম্মেদ সহ ১০-১২জন বালুঘাটে হামলা চালায়। এ সময় আজাদ দেওয়ানের লোকজন এসে রুবেলদের প্রতিরোধের চেষ্টা করে। এ নিয়ে উভয়গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে শুক্রবার(১৭ জুন) রাত সাড়ে ৯ টার দিকে সুমন দেওয়ানের লোকজন পিছু হটে পালিয়ে যাওয়ার সময় ফিরোজ আহাম্মেদ প্রতিপক্ষের লোকদের হাতে ধরা পড়েন। পরে আজাদ দেওয়ানের সমর্থকরা ফিরোজ আহাম্মেদকে পিটিয়ে আহত করে পুলিশের হাতে তুলে দেয়।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ফিরোজ আহাম্মেদ জানান, তিনি রুবেলের কথা মতো চারাবাড়ী বালুঘাটে যান। কথা ছিল ঘাটের দখল নিতে পারলে সুমন দেওয়ান তাদেরকে এক লাখ টাকা দিবে। কিন্তু তারা দখল নিতে গিয়ে প্রতিরোধের মুখে পড়েন।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এখনও পর্যন্ত কেউ লিখিত কোন অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।