সকালে ঘুম ভাঙতে বড়ই সমস্যা সিমোন গিয়েরৎজের। কান ফাটানো অ্যালার্ম ঘড়ির শব্দেও নাক ডেকে ঘুমান তিনি। খুব শিগগিরই সমাধান বের করলেন নিজেই।
একটি বোটের ভেতরে থাকেন সিমোন। একটি অ্যালার্ম ঘড়ি বানালেন। এর সঙ্গে জুড়ে রয়েছে একটি ডামি হাত। যখন ঘুম থেকে উঠতে হবে, তখন বোঝা যাবে এ হাতের মাহাত্ম্য। ঘড়ির হাতটি ঘুরতে থাকে এবং একের পর এক চড়-থাপ্পর পড়ে ঘুমন্ত ব্যক্তির গালে। পরিমরি করে ওঠা ছাড়া কোনো গতি নেই।
ঘড়িটিকে একটা ছোটখাটো রোবট বলা যায়। নরম রাবারের তৈরি হাতটি অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে মোটরের সাহায্যে ঘুরতে থাকে। সিমোন এর নাম দিয়েছেন ‘ওয়েক আপ মেশিন’। ঘুমানোর সময় মাথার ওপরে বসাতে হবে ঘড়িটি। বাকি কাজ সে নিজেই করবে।