গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এমএনএ ইনচার্জ, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা আব্দুল মান্নানের ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোমবার(৪ এপ্রিল) বিকালে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সদর উপজেলা ও শহর আওয়ামীলীগ এ সভার আয়োজন করে।
টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোয়ারা বেগম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু, যুগ্ম-সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, নাহার আহমেদ, মরহুম আব্দুল মান্ননের স্ত্রী হোসনে আরা মান্নান, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন। এসময় জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা ও শহর আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে, সকালে দলীয় নেতা-কর্মীরা নেতার কবরে পুস্পস্তবক অর্পণ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও দোয়া করেন। পরে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরন করা হয়।