মো. লিটন সরকারঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলা সনাক ও টিআইবি’র উদ্যোগে বিশ্বব্যাপী জলবায়ু পদযাত্রার সাথে সংহতি জানিয়ে ‘জলবায়ু অভিযোজনে ক্ষতিপূর হিসেবে ঋণ নয়, অনুদান চাই’ এ দাবিতে মানবনন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ২৮ নভেম্বর (শনিবার) সকালে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে ওই মানবনন্ধন অনুষ্ঠিত হয়।
মধুপুর সচেতন নাগরিক কমিটি(সনাক) সভাপতি ডা. মীর ফরহাদুল আলম মনির সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন আলোচনায় বক্তব্য রাখেন, মধুপুর সনাক’র সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, এনজিও ফোরামের সভাপতি তপন কুমার গুণ, সনাকের সিএফজি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ইউজিন নকরেক, বেসরকারি প্রতিষ্ঠান সেতু’র শাখা ব্যবস্থাপনক মো. মিজানুর রহমান এবং পরিবার ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রজেক্ট অফিসার মো. জুলহাস উদ্দিন প্রমুখ। আলোচনা সঞ্চালনা করেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি)’র এরিয়া ম্যানেজার মো. হাবিবুর রহমান চোধুরী।