মির্জাপুর ৮ মার্চ : টাঙ্গাইলের মির্জাপুরের জাতীয় পার্টির নেতা জহিরুল ইসলাম জহির পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি মুখ করিয়েছেন মির্জাপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (৮ মার্চ) সকালে এ উপলক্ষে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সভার আয়োজন করা হয়।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ভিপি আবু আহম্মেদ এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম খান, সহ সভাপতি সিবার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন বাদশা, পৌর জাতীয় পার্টির সভাপতি খন্দকার শাহেদ আনোয়ার সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি এস এম খালিদ হোসেন উপজেলা যুব সংহতির সভাপতি মামুনুর রশিদ সম্পাদক আব্দুল গণি প্রমুখ।
পরে জহিরুল ইসলাম জহিরসহ নেতাকর্মীরা মিষ্টি মুখ করেন।